৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াত নং - ২ - মাক্কী

৩৭ : ২ فَالزّٰجِرٰتِ زَجۡرًا ۙ﴿۲﴾

অতঃপর (মেঘমালা) সুচারুরূপে পরিচালনাকারীদের, আল-বায়ান

অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ, তাইসিরুল

এবং যারা কঠোর পরিচালক। মুজিবুর রহমান

And those who drive [the clouds] Sahih International

২. অতঃপর যারা কঠোর পরিচালক(১)

(১) মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। [তাবারী] পক্ষান্তরে কাতাদাহ বলেন, এর দ্বারা কুরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বুঝানো হয়েছে। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(২) ও যারা সজোরে ধমক দিয়ে থাকে,

-

তাফসীরে আহসানুল বায়ান