২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াত নং - ৩৪ - মাক্কী

২৬ : ৩৪ قَالَ لِلۡمَلَاِ حَوۡلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیۡمٌ ﴿ۙ۳۴﴾

ফির‘আউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, ‘এ তো এক বিজ্ঞ যাদুকর।’ আল-বায়ান

ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল : ‘সে অবশ্যই এক দক্ষ যাদুকর। তাইসিরুল

ফির‘আউন তার পারিষদবর্গকে বললঃ এতো এক সুদক্ষ যাদুকর। মুজিবুর রহমান

[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician. Sahih International

৩৪. ফির’আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর!

-

তাফসীরে জাকারিয়া

(৩৪) ফিরআউন তার পারিষদবর্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ যাদুকর। [1]

[1] ফিরআউন এই সমস্ত মু’জিযা দেখে মূসাকে সত্য বলে মেনে নেওয়া ও তার উপর ঈমান আনার পরিবর্তে মিথ্যাজ্ঞান ও বিদ্বেষের পথ অবলম্বন করল। আর মূসা (আঃ)-এর ব্যাপারে বলল, ‘এ তো একজন সুদক্ষ যাদুকর।’

তাফসীরে আহসানুল বায়ান