১১ সূরাঃ হূদ | Hud | سورة هود - আয়াত নং - ১২২ - মাক্কী

১১ : ১২২ وَ انۡتَظِرُوۡا ۚ اِنَّا مُنۡتَظِرُوۡنَ ﴿۱۲۲﴾

এবং তোমরা অপেক্ষা কর আমরাও অপেক্ষমান’। আল-বায়ান

আর তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় থাকলাম।’ তাইসিরুল

এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি। মুজিবুর রহমান

And wait, indeed, we are waiting." Sahih International

১২২. এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি।

-

তাফসীরে জাকারিয়া

(১২২) এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি। [1]

[1] অর্থাৎ, অবিলম্বে তোমরা জানতে পারবে যে, শুভ পরিণামের অধিকারী কে এবং এও জানতে পারবে যে যালেমরা কৃতকার্য হতে পারবে না। সুতরাং আল্লাহর এই প্রতিশ্রুতি অবিলম্বে পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা মুসলিমদেরকে জয়যুক্ত করেছেন এবং পুরো আরব উপদ্বীপ ইসলামের অধীনে এসে গেছে।

তাফসীরে আহসানুল বায়ান