কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াত নং - ১২ - মাক্কী

৯১ : ১২ اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰهَا ﴿۪ۙ۱۲﴾

যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল। আল-বায়ান

যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল। তাইসিরুল

সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল – মুজিবুর রহমান

When the most wretched of them was sent forth. Sahih International

১২. তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,

-

তাফসীরে জাকারিয়া

১২। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল। [1]

[1] যার নাম মুফাসসিরগণ ‘কুদ্দার বিন সালেফ’ বলেছেন। সে এমন দুষ্কর্ম করল যার কারণে সে হতভাগ্যদের সর্দার হয়ে গেল। সে ছিল সর্বাধিক বড় বদমাশ ও হতভাগা।

তাফসীরে আহসানুল বায়ান