কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৮২ সূরাঃ আল-ইনফিতার | Al-Infitar | سورة الإنفطار - আয়াত নং - ১৮ - মাক্কী
৮২ : ১৮ ثُمَّ مَاۤ اَدۡرٰىكَ مَا یَوۡمُ الدِّیۡنِ ﴿ؕ۱۸﴾
তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী? আল-বায়ান
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ? তাইসিরুল
আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ? মুজিবুর রহমান
Then, what can make you know what is the Day of Recompense? Sahih International
১৮. তারপর বলি, কিসে আপনাকে জানাবে প্রতিদান দিবস কী?
-
তাফসীরে জাকারিয়া১৮। আবার বলি, কিসে তোমাকে জানাল বিচার দিবস কি? [1]
[1] একই বাক্যের পুনরাবৃত্তি হয়েছে, ঐ দিনের বিশালত্ব ও ভয়াবহতাকে স্পষ্ট করার জন্য।
তাফসীরে আহসানুল বায়ান