কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ১২ - মাক্কী

৮০ : ১২ فَمَنۡ شَآءَ ذَكَرَهٗ ﴿ۘ۱۲﴾

কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে। আল-বায়ান

কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে, তাইসিরুল

যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে, মুজিবুর রহমান

So whoever wills may remember it. Sahih International

১২. কাজেই যে ইচ্ছে করবে। সে এটা স্মরণ রাখবে,

-

তাফসীরে জাকারিয়া

১২। যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে (ও উপদেশ গ্রহণ করবে)।[1]

[1] অর্থাৎ, যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে। তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় - যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল - তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।

তাফসীরে আহসানুল বায়ান