কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ১১ - মাক্কী
৭৮ : ১১ وَّ جَعَلۡنَا النَّهَارَ مَعَاشًا ﴿۪۱۱﴾
আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়। আল-বায়ান
আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। তাইসিরুল
এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)। মুজিবুর রহমান
And made the day for livelihood Sahih International
১১. আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়,
-
তাফসীরে জাকারিয়া১১। এবং দিবসকে করেছি জীবিকা অন্বেষণের উপযোগী। [1]
[1] উদ্দেশ্য হল যে, তিনি দিনকে উজ্জ্বলময় বানিয়েছেন; যাতে লোকেরা জীবিকা ও রুযী অন্বেষণের জন্য চেষ্টা ও পরিশ্রম করতে পারে।
তাফসীরে আহসানুল বায়ান