কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৫ সূরাঃ আল-ক্বিয়ামাহ | Al-Qiyama | سورة القيامة - আয়াত নং - ১৭ - মাক্কী
৭৫ : ১৭ اِنَّ عَلَیۡنَا جَمۡعَهٗ وَ قُرۡاٰنَهٗ ﴿ۚۖ۱۷﴾
নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। আল-বায়ান
এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। তাইসিরুল
ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। মুজিবুর রহমান
Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation. Sahih International
১৭. নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই।
-
তাফসীরে জাকারিয়া(১৭) নিশ্চয় এটার সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। [1]
[1] অর্থাৎ, তোমার বক্ষে তা সংরক্ষণ করে দেওয়া এবং জবানে তার পঠন কাজ চালু করে দেওয়া হল আমার দায়িত্ব। যাতে তার কোন অংশ তোমার স্মরণচ্যুত না হয় এবং কোন কিছু তোমার স্মৃতি থেকে মুছে না যায়।
তাফসীরে আহসানুল বায়ান