কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | سورة المعارج - আয়াত নং - ১৬ - মাক্কী

৭০ : ১৬ نَزَّاعَۃً لِّلشَّوٰی ﴿ۚۖ۱۶﴾

যা মাথার চামড়া খসিয়ে নেবে। আল-বায়ান

যা চামড়া তুলে দিবে, তাইসিরুল

যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে। মুজিবুর রহমান

A remover of exteriors. Sahih International

১৬. যা মাথার চামড়া খসিয়ে দেবে।(১)

(১) لظى শব্দের অর্থ অগ্নির লেলিহান শিখা। شوى শব্দটি شواة এর বহুবচন। অর্থ মাথার চামড়া। এর আরেকটি অর্থ হতে পারে, অঙ্গ-প্রত্যঙ্গ। অর্থাৎ জাহান্নামের অগ্নি একটি প্রজুলিত অগ্নিশিখা, যা মস্তিস্ক বা হাত পায়ের চামড়া খুলে ফেলবে। [ইবন কাসীর, মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

(১৬) যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। [1]

[1] অর্থাৎ, গোশত এবং চামড়াকে জ্বালিয়ে ছাই করে দিবে এবং মানুষ কেবল অস্থির কঙ্কালসার হয়ে অবশিষ্ট থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান