কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | سورة القمر - আয়াত নং - ৫২ - মাক্কী

৫৪ : ৫২ وَ كُلُّ شَیۡءٍ فَعَلُوۡهُ فِی الزُّبُرِ ﴿۵۲﴾

আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে। আল-বায়ান

তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়, তাইসিরুল

তাদের সমস্ত কার্যকলাপ আছে ‘আমলনামায়, মুজিবুর রহমান

And everything they did is in written records. Sahih International

৫২. আর তারা যা করেছে সবকিছুই আছে আমলনামায়।

-

তাফসীরে জাকারিয়া

(৫২) তারা যা কিছু করেছে, তার প্রত্যেকটাই আমল-নামায় (লিপিবদ্ধ) আছে। [1]

[1] বা দ্বিতীয় অর্থ হল, ‘লওহে মাহ্ফূযে’ লিপিবদ্ধ আছে।

তাফসীরে আহসানুল বায়ান