কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | سورة الذاريات - আয়াত নং - ৫৮ - মাক্কী
৫১ : ৫৮ اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الۡقُوَّۃِ الۡمَتِیۡنُ ﴿۵۸﴾
নিশ্চয় আল্লাহই রিয্কদাতা, তিনি শক্তিধর, পরাক্রমশালী। আল-বায়ান
আল্লাহই তো রিযকদাতা, মহা শক্তিধর, প্রবল পরাক্রান্ত। তাইসিরুল
আল্লাহই রিয্ক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত। মুজিবুর রহমান
Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength. Sahih International
৫৮. নিশ্চয় আল্লাহ, তিনিই তো রিযিকদাতা, প্রবল শক্তিধর, পরাক্রমশালী।
-
তাফসীরে জাকারিয়া(৫৮) নিশ্চয় আল্লাহ; তিনিই রুযীদাতা, প্রবল পরাক্রান্ত।
-
তাফসীরে আহসানুল বায়ান