৫৬৪

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৬৪(৩৪). মুহাম্মাদ ইবনে খালাফ আল-খাল্লাল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোড়া থেকে নির্গত রক্ত (পুঁজ) সম্পর্কে (উযু না করার) অবকাশ দিয়েছেন।

আতা (রহঃ) নামায পড়তেন এবং তখন তার কাপড়ে এই রক্ত লেগে থাকতো। ইবনে জুরাইজ (রহঃ) থেকে এই হাদীসের বর্ণনা বাতিল। সম্ভবত বাকিয়্যা (রহঃ) এই হাদীস কোন দুর্বল রাবী থেকে তাদলীস (অর্থাৎ নিজের ঊর্ধ্বতন শায়খের নাম বাদ দিয়ে তার উর্ধ্বতন শায়েখ থেকে) করেছেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْخَلَّالُ ، نَا مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ حُمَيْدٍ ، نَا أَبُو الْوَلِيدِ الْقُرَشِيُّ ، نَا الْوَلِيدُ ، قَالَ وَأَخْبَرَنِي بَقِيَّةُ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَخَّصَ فِي دَمِ الْحُبُونِ " - يَعْنِي : الدَّمَامِيلَ - . وَكَانَ عَطَاءٌ يُصَلِّي وَهِيَ فِي ثَوْبِهِ . هَذَا بَاطِلٌ عَنِ ابْنِ جُرَيْجٍ ، وَلَعَلَّ بَقِيَّةَ دَلَّسَهُ عَنْ رَجُلٍ ضَعِيفٍ ، وَاللَّهُ أَعْلَمُ

حدثنا محمد بن خلف الخلال ، نا محمد بن هارون بن حميد ، نا ابو الوليد القرشي ، نا الوليد ، قال واخبرني بقية ، عن ابن جريج ، عن عطاء ، عن ابن عباس " ان رسول الله - صلى الله عليه وسلم - رخص في دم الحبون " - يعني : الدماميل - . وكان عطاء يصلي وهي في ثوبه . هذا باطل عن ابن جريج ، ولعل بقية دلسه عن رجل ضعيف ، والله اعلم

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)