১২১

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

১২১(২৮). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তার একটি দুধেল বকরী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখতে না পেয়ে জিজ্ঞেস করেন, তোমার ছাগীর কি হলো? তারা বলেন, সেটি মারা গেছে। তিনি বলেন, তোমরা তার চামড়া কাজে লাগাওনি কেন? আমরা বললাম, সেটি তো মৃত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত জীবের চামড়া পরিশোধন করলে পবিত্র হয়ে যায়, যেমন শরাব সিরকায় রূপান্তরিত করলে তা হালাল হয়ে যায়। কেবল ফারাজ ইবনে ফাদালা এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীস শাস্ত্রে দুর্বল।

بَابُ الدِّبَاغِ

ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ يُوسُفَ الرَّقِّيُّ ، نَا مُحَمَّدُ بْنُ عِيسَى الطَّبَّاعُ ، قَالَ : نَا فَرَجُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ؛ أَنَّهَا كَانَتْ لَهَا شَاةٌ تَحْتَلِبُهَا ، فَفَقَدَهَا النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَالَ : " مَا فَعَلَتِ الشَّاةُ ؟ " ، قَالُوا مَاتَتْ ، قَالَ : " أَفَلَا انْتَفَعْتُمْ بِإِهَابِهَا ؟ " ، قُلْنَا : إِنَّهَا مَيْتَةٌ ، فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّ دِبَاغَهَا يُحِلُّ كَمَا يُحِلُّ خَلُّ الْخَمْرِ " . تَفَرَّدَ بِهِ فَرَجُ بْنُ فَضَالَةَ ، وَهُوَ ضَعِيفٌ

ثنا محمد بن مخلد ، نا احمد بن اسحاق بن يوسف الرقي ، نا محمد بن عيسى الطباع ، قال : نا فرج بن فضالة ، حدثنا يحيى بن سعيد، عن عمرة ، عن ام سلمة ؛ انها كانت لها شاة تحتلبها ، ففقدها النبي - صلى الله عليه وسلم - ، فقال : " ما فعلت الشاة ؟ " ، قالوا ماتت ، قال : " افلا انتفعتم باهابها ؟ " ، قلنا : انها ميتة ، فقال النبي - صلى الله عليه وسلم - : " ان دباغها يحل كما يحل خل الخمر " . تفرد به فرج بن فضالة ، وهو ضعيف

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)