পরিচ্ছেদঃ ঋণ দেওয়া, পরিশোধ নেওয়া, পাওনাদারের পাওনা আদায়
(২৪৫৮) আব্দুল্লাহ বিন জা’ফর (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা ঋণীর সাথে থাকেন, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করতে পেরেছে—যদি তার ঋণ আল্লাহর অপছন্দনীয় কোন বিষয়ে না হয় তবে।
عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ قَالَ سَمِعْتُ النَّبِىَّ ﷺ يَقُوْلُ إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى مَعَ الدَّائِنِ حَتّٰـى يَقْضِىَ دَيْنَهُ مَا لَمْ يَكُنْ فِيمَا يَكْرَهُ اللهُ عَزَّ وَجَلَّ
عن عبد الله بن جعفر قال سمعت النبى ﷺ يقول ان الله تبارك وتعالى مع الداىن حتـى يقضى دينه ما لم يكن فيما يكره الله عز وجل
(বুখারীর তারীখ, ইবনে মাজাহ ২৪০৯, হাকেম ২২০৫, দারেমী ২৫৯৫, বাইহাক্বী ১১২৭৯, সহীহুল জামে’ ১৮২৫)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু জা‘ফার (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন