২৪৫৭

পরিচ্ছেদঃ ঋণ দেওয়া, পরিশোধ নেওয়া, পাওনাদারের পাওনা আদায়

(২৪৫৭) উক্ত মাইমূনা (রাঃ) বলেন, আমি শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ নেওয়ার পর পরিশোধ করার নিয়্যাত রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেবেন।

عَنْ مَيْمُونَةَ قَالَتْ: سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُوْلُ مَنِ ادَّانَ دَيْنًا يَنْوِي قَضَاءَهُ أَدَّى اللهُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ

عن ميمونة قالت: سمعت النبي ﷺ يقول من ادان دينا ينوي قضاءه ادى الله عنه يوم القيامة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মাইমূনাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন