পরিচ্ছেদঃ ৪৩. মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
১৮৫৫। কা’ব ইবনু ’উজরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফড়িং সামুদ্রিক শিকারের অন্তর্ভুক্ত।[1]
দুর্বল।
بَابٌ فِي الْجَرَادِ لِلْمُحْرِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ كَعْبٍ، قَالَ: الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ
ضعيف
حدثنا موسى بن اسماعيل، حدثنا حماد، عن ميمون بن جابان، عن ابي رافع، عن كعب، قال: الجراد من صيد البحر
ضعيف
[1]. এটি গত হয়েছে হা/১৮৫৩। সনদের মায়মূনকে যদিও ইবনু হিববান এবং আজালী সিকাহ বলেছেন। কিন্তু তার সম্পর্কে ইমাম বায়হাক্বী বলেন: তিনি পরিচিত নন। আল্লামা মুনযিরী ও ইমাম আযদী বলেন: তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উকায়লী বলেন: তার হাদীস সহীহ নয়। ইমাম যাহাবী তাকে যুআফা গ্রন্থে উল্লেখ করেছেন।
Ka’ab said “Locusts are counted along with the game of the sea.”
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك)