২৪০

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ

২৪০-[৪৩] ’আওফ ইবনু মালিক আল আশজা’ঈ (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ [তিন ব্যক্তি বাগাড়ম্বর করে] (১) শাসক (২) শাসকের পক্ষ হতে নির্দেশপ্রাপ্ত ব্যক্তি (৩) অথবা কোন অহংকারী লোক। (আবূ দাঊদ)[1]

اَلْفَصْلُ الثَّانِيْ

وَعَن عَوْف بن مَالك الْأَشْجَعِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقُصُّ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَو مختال» . رَوَاهُ أَبُو دَاوُد

وعن عوف بن مالك الاشجعي قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا يقص الا امير او مامور او مختال» . رواه ابو داود

ব্যাখ্যা: ‘‘তিন শ্রেণীর লোক ওয়ায করে থাকে শাসক, শাসক কর্তৃক নির্দেশিত ব্যক্তি অথবা অহংকারী।’’ অর্থাৎ- এ তিন শ্রেণী ব্যতীত এ ধরনের কাজ সংঘটিত হয় না। আর এটা সুনিশ্চিত যে, ওয়ায করা একটি ভাল কাজ। আর তা শাসক অথবা শাসক কর্তৃক অনুমতি প্রাপ্ত ব্যক্তি দ্বারা তা সম্পাদন হওয়া প্রয়োজন। অহংকারী ব্যক্তি দ্বারা তা সম্পাদন হওয়া উচিত নয়।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২: ‘ইলম (বিদ্যা) (كتاب العلم)