১১২৮

পরিচ্ছেদঃ ২০০: আসরের সুন্নতের বিবরণ

৩/১১২৮। আলী ইবনু আবী ত্বালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মাঝে মাঝে) আসরের আগে দু রাক’আত (সুন্নাত) পড়তেন। (আবূ দাউদ) হাদিসটি দুর্বল। [1]

(200) بَابُ سُنَّةِ الْعَصْرِ

وعنْ عليِّ بن أَبي طالبٍ، رَضِيَ اللَّه عنهُ، أَنَّ النبيَّ صلى الله عليه وسلم كانَ يُصَلِّي قَبْلَ العَصرِ رَكْعَتَيْنِ .

وعن علي بن ابي طالب، رضي الله عنه، ان النبي صلى الله عليه وسلم كان يصلي قبل العصر ركعتين .

(200) Chapter: Sunnah of the 'Asr Prayer


'Ali bin Abu Talib (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) used to perform two Rak'ah before the 'Asr prayer.

[Abu Dawud].

Commentary: We learn from this Hadith that one can also perform two Sunnah before `Asr prayer. But Sheikh AlAlbani has stated that the word "two Rak`ah" occurring in this Hadith is rare. Four Rak`ah are secure and should, therefore, be preferred.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)