লগইন করুন
পরিচ্ছেদঃ ২১) গৃহে নফল সালাত পড়তে উদ্বুদ্ধকরণ
৪৩৯. (সহীহ্) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কোন কাজটি উত্তম বাড়ীতে নামায পড়া না মসজিদে নামায পড়া? তিনি বললেনঃ তুমি কি দেখনা আমার বাড়ী মসজিদ থেকে কত কাছে! মসজিদে সালাত পড়ার চেয়ে গৃহে সালাত পড়া আমার কাছে অধিক পছন্দনীয়, তবে ফরয সালাত ব্যতীত।
(আহমাদ ৪/৩৪২, ইবনে মাজাহ ১৩৭৮ ও ইবনে খুযায়মা ২/২১০ হাদীছটি বর্ণনা করেছেন)
الترغيب في صلاة النافلة في البيوت
(صحيح) و عَبْدِ اللَّهِ بْنِ مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا أَفْضَلُ الصَّلَاةُ فِي بَيْتِي أَوْ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ قَالَ أَلَا تَرَى إِلَى بَيْتِي مَا أَقْرَبَهُ مِنْ الْمَسْجِدِ فَلَأَنْ أُصَلِّيَ فِي بَيْتِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُصَلِّيَ فِي الْمَسْجِدِ إِلَّا أَنْ تَكُونَ صَلَاةً مَكْتُوبَةً. رواه أحمد وابن ماجه وابن خزيمة في صحيحه