১১৬

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

১১৬(২৩). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদীশাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিম্নোক্ত আয়াত সম্পর্কে বলতে শুনেছিঃ “বলো, আমার নিকট ওহী প্রেরণ করা হয়েছে, তাতে লোকে যা আহার করে তার মধ্যে আমি কিছুই হারাম পাই না...” (৬ : ১৪৫)। মৃত জীবের সবকিছু হালাল, মাংস ব্যতীত। তার চামড়া, শিং, চুল, পশম, দাঁত ও হাড় এসবই হালাল। কেননা এগুলো যবেহ করা হয় না। আবু বাকর আল-হুযালী পরিত্যক্ত রাবী।

بَابُ الدِّبَاغِ

نَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، نَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، نَا سُلَيْمَانُ بْنُ أَبِي هَوْذَةَ ، نَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ أَبِي بَكْرٍ الْهُذَلِيِّ ؛ أَنَّ الزُّهْرِيَّ حَدَّثَهُمْ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : ( لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ ) " أَلَا كُلُّ شَيْءٍ مِنَ الْمَيْتَةِ حَلَالٌ إِلَّا مَا أُكِلَ مِنْهَا ، فَأَمَّا الْجِلْدُ وَالْقَرْنُ وَالشَّعْرُ وَالصُّوفُ وَالسِّنُّ وَالْعَظْمُ فَكُلُّ هَذَا حَلَالٌ ؛ لِأَنَّهُ لَا يُذَكَّى " . أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ مَتْرُوكٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ