৩৫৪২

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫৪২) ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ মসীবতগ্রস্ত হবে, তখন সে যেন আমার মসীবতের কথা স্মরণ করে (সান্ত্বনা নেয়)। কারণ, সে মসীবত হল সবার চাইতে বড় মসীবত।

عَنْ اِبْنَ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ إِذَا أَصَابَ أَحَدَكُمْ مُصِيبَةٌ فَلْيَذْكُرْ مُصِيبَتَهُ بِي فإِنَّها مِنْ أعْظَمِ المَصائِبِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ