কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৪৫৯
পরিচ্ছেদঃ ঋণ দেওয়া, পরিশোধ নেওয়া, পাওনাদারের পাওনা আদায়
(২৪৫৯) উক্ববাহ বিন আমের জুহানী (রাঃ) হতে বর্ণিত, তিনি শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাগণকে বলেছেন, (নিরাপত্তা লাভের পর) তোমরা তোমাদের আত্মাকে ভীত-সন্ত্রস্ত করো না। সকলে বলল, ’তা কি (দ্বারা) হে আল্লাহর রসূল?!’ তিনি বললেন, ঋণ (দ্বারা)।
(আহমাদ ১৭৩২০, ১৭৪০৭, ত্বাবারানীর কাবীর ১১২৮৪, আবূ য়্যা’লা ১৭৩৯, বাইহাকীর শুআবুল ইমান, হাকেম২/২৬, সহীহুল জামে’ ৭২৫৯)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِىِّ رَضِىَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ لأَصْحَابِهِ لاَ تُخِيفُوا أَنْفُسَكُمْ فَقِيلَ لَهُ : يَا رَسُوْلَ اللهِ وَبِمَا نُخِيفُ أَنْفُسَنَا قَالَ بِالدَّيْنِ