কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৫৩
পরিচ্ছেদঃ ১১৯. রুকু‘র সময় হাত না উঠানোর বর্ণনা
৭৫৩। আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভকালে দুই হাত উপরের দিকে প্রসারিত করে উঠাতেন।[1]
সহীহ।
[1] তিরমিযী (অধ্যায়ঃ সালাত, অনুঃ তাক্ববীরে তাহরীমা বলার সময় হাতের অঙ্গগুলো ফাঁক করা, হাঃ ২৩৯), দারিমী (অধ্যায়ঃ সালাত, অনুঃ সালাত আরম্ভে দু’ হাত উঠানো, হাঃ ১২৩৮), আহমাদ (২/৩৭৫), সকলে ইবনু আবূ যি‘ব সূত্রে। আহমাদ শাকির বলেন, এর সনদ সহীহ।
باب مَنْ لَمْ يَذْكُرِ الرَّفْعَ عِنْدَ الرُّكُوعِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا . - صحيح
Narrated AbuHurayrah:
When the Messenger of Allah (ﷺ) began his prayer, he raised his hands extensively.