১৪

পরিচ্ছেদঃ

চৌদ্দ.

( الصائمون ينفخ من أفواههم ريح المسك ، ويوضع لهم مائدة تحت العرش

“সওম পালনকারীদের মুখ থেকে মিসকের সুগন্ধি বের হবে এবং আরশের নিচে তাদের জন্য দস্তরখান বিছানো হবে”। “সুয়ূতি দুররুল মানসুর”: (১/১৮২) গ্রন্থে উল্লেখ করেছেন, ইবনু রজব প্রমুখগণ হাদিসটি দুর্বল বলেছেন।

-


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ