হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৭২

পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৭২. (হাসান সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ’কুযাআ’ গোত্রের ’বালি’ নামক বংশ থেকে দু’জন লোক রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে ইসলাম গ্রহণ করেন। এদের মধ্যে একজন শহীদ হয়ে যায়, অপরজন আরো এক বছর পর্যন্ত বেঁচে থাকে। তখন তালহা বিন উবায়দুল্লাহ বলেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম আর দেখলাম যে দ্বিতীয় ব্যক্তি শহীদের পূর্বে জান্নাতে প্রবেশ করেছে। আমি এতে আশ্চর্য হলাম। অতঃপর সকাল বেলা একথা নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে উল্লেখ করলাম। অথবা বিষয়টি রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে পেশ করা হল।

তখন রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ

’’সে কি তারপরে পুরা একটি রামাযানের রোযা রাখে নাই? সে কি তার পরে ৬ হাজার রাকাআত নামায আদায় করে নাই? এক বছরে এত এত রাকাআত নামায বেশী আদায় করে নাই?’’ (এর মাধ্যমে তার মর্যাদা আরো বেড়ে গেছে এবং সে প্রথম ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করেছে।)

(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম আহমাদ ২/৩৩৩)

الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها

(حسن صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: كَأنَّ رَجُلاًنِ مِنْ بَلِيٍّ حَيٌّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا، وَأُخِّرَ الْآخَرُ سَنَةً، قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ: فَأُرِيتُ الْجَنَّةَ، فَرَأَيْتُ الْمُؤَخَّرَ مِنْهُمَا، أُدْخِلَ الْجَنَّةَ قَبْلَ الشَّهِيدِ، فَتَعَجَّبْتُ لِذَلِكَ، فَأَصْبَحْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَوْ ذُكِرَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ، وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ، أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ. رواه أحمد بإسناد حسن


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ