হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৬৭

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৬৭(৫৩). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন তখন হালকাভাবে তাঁর দাঁত ঘষতেন এবং হাতের আঙ্গুল দ্বারা নিচের দিক থেকে দাড়ি খিলাল করতেন।

ইবনে আবু হাতেম (রহঃ) বলেন, আমার পিতা বলেছেন, আল-ওয়ালীদ এ হাদীস আল-আওযাঈ-আবদুল ওয়াহেদ-ইয়াযীদ আর-রাকাশী-কাতাদা (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলেন ... এটি মুরসাল হাদীস এবং এটাই যথার্থ হওয়ার ব্যাপারে অধিক সংগতিপূর্ণ। আমার শায়খ বলেন, আবুল মুগীরা (রহঃ) আল-আওযাঈ (রহঃ) থেকে এই হাদীস মাওকুফরূপে বর্ণনা করেছেন।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

ثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ وَمُحَمَّدُ بْنُ عَوْفٍ وَأَبُو أُمَيَّةَ الطَّرَسُوسِيُّ ، وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ النَّاصِحِ بِمِصْرَ ، نَا إِبْرَاهِيمُ بْنُ دُحَيْمٍ قَالُوا ، نَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ ، نَا الْأَوْزَاعِيُّ ، حَدَّثَنِي عَبْدُ الْوَاحِدِ بْنُ قَيْسٍ ، حَدَّثَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا تَوَضَّأَ عَرَكَ عَارِضَيْهِ بَعْضَ الْعَرْكِ ، وَشَبَّكَ لِحْيَتَهُ بِأَصَابِعِهِ مِنْ تَحْتِهَا ، وَقَالَ ابْنُ أَبِي حَاتِمٍ : قَالَ أَبِي : رَوَى هَذَا الْحَدِيثَ الْوَلِيدُ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ عَبْدِ الْوَاحِدِ ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ وَقَتَادَةَ ، قَالَا : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مُرْسَلًا ، وَهُوَ أَشْبَهُ بِالصَّوَابِ قَالَ الشَّيْخُ : وَرَوَاهُ أَبُو الْمُغِيرَةِ ، عَنِ الْأَوْزَاعِيِّ مَوْقُوفًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ