হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৫৩৯
পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ
(৩৫৩৯) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মু’মিন পুরুষ ও নারীর জান, সন্তান-সন্ততি ও তার ধনে (বিপদণ্ডআপদ দ্বারা) পরীক্ষা হতে থাকে, পরিশেষে সে আল্লাহ তাআলার সঙ্গে নিষ্পাপ হয়ে সাক্ষাৎ করবে।
(তিরমিযী ২৩৯৯, হাসান সহীহ)
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُول الله ﷺ مَا يَزَالُ البَلاَءُ بالمُؤمِنِ وَالمُؤْمِنَةِ في نفسِهِ ووَلَدِهِ وَمَالِهِ حَتّٰـى يَلْقَى الله تَعَالٰـى وَمَا عَلَيهِ خَطِيئَةٌ رَوَاهُ التِّرْمِذِيْ وَقَالَ حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ