হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩১

পরিচ্ছেদঃ

৩১। দুনিয়া হচ্ছে মু’মিন ব্যাক্তির এক পদক্ষেপ।

হাদীসটির কোন ভিত্তি নাই।

হাদীসটি সম্পর্কে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া “আল-ফাতাওয়া” গ্রন্থে (১/১৯৬) বলেনঃ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, এছাড়া উম্মাতের সালাফ (সাহাবী ও তাবেঈ) এমনকি ইমামগণ হতেও জানা যায় না। হাদীসটি সুয়ূতী “যায়লুল আহাদীছিল মাওযুআহ” গ্রন্থে (১১৮৭ নং) উল্লেখ করেছেন।

الدنيا خطوة رجل مؤمن لا أصل له - قال شيخ الإسلام ابن تيمية في " الفتاوى " (1 / 196) : لا يعرف عن النبي صلى الله عليه وسلم ولا عن غيره من سلف الأمة ولا أئمتها وأورده السيوطي في " ذيل الأحاديث الموضوعات " برقم (1187)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ