পরিচ্ছেদঃ ৩২৯ : আমার আত্মা খবীস হয়ে গেছে বলা নিষেধ

১/১৭৪৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমাদের মধ্যে অবশ্যই কেউ যেন ’আমার আত্মা খবীস হয়ে গেছে’ না বলে। তবে বলতে পারে যে, ’আমার অন্তর কলুষিত হয়ে গেছে।’’ (বুখারী) [1]

উলামাগণের মতে ’খবীস’ হওয়া ও ’কলুষিত’ হওয়ার অর্থ প্রায় একই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’খবীস’ শব্দটির প্রয়োগ অপছন্দ করেছেন।

(329) بَابُ كَرَاهَةِ قَوْلِهِ : خَبُثَتْ نَفْسِيْ

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ : خَبُثَتْ نَفْسي، وَلكِنْ لِيَقُلْ : لَقِسَتْ نَفْسي» متفق عليه

عن عاىشة رضي الله عنها، عن النبي صلى الله عليه وسلم، قال: «لا يقولن احدكم : خبثت نفسي، ولكن ليقل : لقست نفسي» متفق عليه

(329) Chapter: Abomination of Self-Condemnation


'Aishah (May Allah be pleased with her) said:
The Prophet (ﷺ) said, "None of you should say: 'My soul has become evil.' He should say: 'My soul is in bad shape."'

[Al-Bukhari and Muslim].

Commentary: Khabusatu and Laqisatu are synonymous but the former has appearance of greater sinfulness. Imam Al-Khattabi says that this is a guidance for speaking in a proper manner. One should always use a decent word and abstain from impolite language.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها) The Book of the Prohibited actions