পরিচ্ছেদঃ ২৩৬: ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য

মহান আল্লাহ বলেছেন,﴿فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ﴾ (البلد: ١١، ١٣)

অর্থাৎ কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করল না। তুমি কি জান যে, গিরি সংকট কি? তা হচ্ছে দাসকে মুক্তি প্রদান। (সূরা বালাদ ১১-১৩ আয়াত)


১/১৩৬৬। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, “যে ব্যক্তি কোন মুসলিম ক্রীতদাস মুক্ত করবে, আল্লাহ ঐ ক্রীতদাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে তার একেকটি অঙ্গকে (জাহান্নামের) আগুন থেকে মুক্ত করবেন। এমনকি তার গুপ্তা-ঙ্গের বিনিময়ে তার গুপ্তা-ঙ্গও (মুক্ত করে দেবেন)।” (বুখারী ও মুসলিম)[1]

(236) بَابُ فَضْلِ الْعِتْقِ

وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَنْ أَعْتَقَ رَقَبَةً مُسْلِمَةً أَعْتَقَ اللهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ، عُضْواً مِنْهُ في النَّارِ، حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ». متفقٌ عَلَيْهِ

وعن ابي هريرة رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «من اعتق رقبة مسلمة اعتق الله بكل عضو منه، عضوا منه في النار، حتى فرجه بفرجه». متفق عليه

(236) Chapter: The Merit of Emancipation of Slaves


Allah, the Exalted, says:
"But he has not attempted to pass on the path that is steep (i.e., the path which will lead to goodness and success). And what will make you know the path that is steep? (It is) freeing a neck (slave).'' (90:11-13)

Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said, "He who sets free a Muslim slave, Allah will deliver from the fire of Hell every limb of his body in return for every limb of the slave's body, even his private parts."

[Al-Bukhari and Muslim].

Commentary: It was the result of such instructions that the Companions of the Prophet (PBUH) did their best for the liberation of slaves. Abu Bakr As-Siddiq (May Allah be pleased with him) bought many slaves and set them free. `Abdur-Rahman bin `Auf released as many as thirty thousand slaves. `Abdullah bin `Umar liberated more than a thousand of them. It is stated that some Companions of the Prophet (PBUH) released eight thousand slaves within one day. May Allah be pleased with all of them. (Ibn `Allan and Nuzhat Al-Muttaqin).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১১/ (আল্লাহর পথে) জিহাদ (كتاب الجهاد) The Book of Jihad

পরিচ্ছেদঃ ২৩৬: ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য

২/১৩৬৭। আবূ যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! কোন আমল সবার চেয়ে উত্তম?’ তিনি বললেন, “আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।” আমি বললাম, ’ কি ধরনের ক্রীতদাস মুক্ত করা উত্তম?’ তিনি বললেন, “যে ক্রীতদাস তার মালিকের কাছে সর্বাধিক আকর্ষণীয় এবং সবার চেয়ে বেশি মূল্যবান।” (বুখারী) [1]

(236) بَابُ فَضْلِ الْعِتْقِ

وَعَن أَبي ذرٍ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، أَيُّ الأَعمَالِ أَفْضَلُ ؟ قَالَ: «الإِيمَانُ بِاللهِ، وَالجِهَادُ فِي سَبيلِ اللهِ» قَالَ: قُلْتُ: أَيُّ الرِّقَابِ أَفْضَلُ ؟ قَالَ: «أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا، وَأَكْثَرُهَا ثَمَناً». متفقٌ عَلَيْهِ

وعن ابي ذر رضي الله عنه قال: قلت: يا رسول الله صلى الله عليه وسلم، اي الاعمال افضل ؟ قال: «الايمان بالله، والجهاد في سبيل الله» قال: قلت: اي الرقاب افضل ؟ قال: «انفسها عند اهلها، واكثرها ثمنا». متفق عليه

(236) Chapter: The Merit of Emancipation of Slaves


Abu Dharr (May Allah be pleased with him) reported:
I asked the Messenger of Allah (ﷺ), "Which deed is most excellent?" He replied, "Faith in Allah and Jihad in His path." I then asked, "Which slaves are most excellent (to set free)?" He replied, "Those who are held in high esteem by their people and whose value is higher."

[Al- Bukhari and Muslim].

Commentary: It is evident that a slave who is more valuable in the eyes of his master will be difficult to part with, whether he is purchased to set free or liberated on one's own accord. Hence, it will be more meritorious to free such a slave than ordinary ones. This conduct furnishes the principle that the reward of sacrificing something for Allah goes with its quality. The more precious the thing sacrificed, the greater its reward will be. The Qur'an expressly states:

"By no means shall you attain Al-Birr - piety, righteousness - here it means Allah's reward, i.e., Jannah), unless you spend (in Allah's Cause) of that which you love.'' (3:92).

The institution of slavery is now finished, but its other forms do exist, i.e., debtor, guarantor, prisoners, etc. To liberate these from their burden is a meritorious act, and all these forms are covered by the Quranic phrase "freeing a neck'' (slave, etc.).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১১/ (আল্লাহর পথে) জিহাদ (كتاب الجهاد) The Book of Jihad
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে