غَنِمَ [س] <غنم গনিমত অর্জন করা, যুদ্ধলব্ধসম্পদ লাভ করা, জয়ধন অর্জন করা, বিজয়বিত্ত হাসিল করা ৮:৪১

مَغَانِمُ و مَغْنَمٌ গনিমত, যুদ্ধলব্ধসম্পদ, বিজয়বিত্ত, ধনসম্পদ, ধনরত্ন, ধনদৌলত ৪৮:১৫

غَنَمٌ جل أَغْنَامٌ ছাগল, ভেড়া, মেষ ৬:১৪৬

غَنِيَ [س] <غني থাকা, বাস করা, বসবাস করা ৭:৯২

أَغْنَى ধনী করা, প্রাচুর্যপূর্ণ করা, অভাবমুক্ত করা, অভাব দূর করা, অভাব পূরণ করা, প্রয়োজন পূরণ করা, চাহিদা পূরণ করা, স্বাচ্ছন্দ্যদান করা, অমুখাপেক্ষী করা, কাজে আসা, উপকার করা, প্রতিহত করা, প্রতিরোধ করা, ফিরিয়ে দেওয়া, যথেষ্ট করা, পর্যাপ্ত করা, যথেষ্ট হওয়া, ৭:৪৮

اسْتَغْنَى স্বয়ংসম্পন্ন হতে চাওয়া, অমুখাপেক্ষী হওয়া, অভাবমুক্ত হওয়া, বেপরোয়া হওয়া ৮০:৫

غَنِيٌّ ج أَغْنِيَاءٌ গনী: আল্লাহর নাম, ধনী, অভাবমুক্ত, অমুখাপেক্ষী, স্বয়ংসম্পন্ন, প্রাচুর্যময় ৬০:৬

مُغْنِىٌ অকেজোকারী, প্রাচুর্যময়, সম্পদদাতা, প্রতিরোধক, প্রতিরক্ষী, বিদূরণকারী ১৪:২১

أَغَاثَ <غوث/ غيث বৃষ্টি দিয়ে সাহায্য করা, বৃষ্টি বর্ষণ করা, সাহায্য করা, ফরিয়াদ কবুল করা ১৮:২৯

اسْتَغَاثَ বৃষ্টি প্রার্থনা করা, বৃষ্টি চাওয়া, সাহায্য চাওয়া, ফরিয়াদ করা ২৮:১৫

يَغُوثُ সিংহ দেবতা ৭১:২৩

غَيْثٌ جل غُيُوْثٌ বৃষ্টি, বাদল ৩১:৩৪

غَارٌ جل أَغْوَارٌ، غِيْرَانٌ <غور গর্ত, গহ্বর, গুহা, সওর পর্বতের গুহা ৯:৪০

مَغَارَاتٌ و مَغَارَةٌ পর্বতের গুহা ৯:৫৭

غَوْرٌ مص গুহায় প্রবিষ্ট, গহীনে প্রবিষ্ট, তলায়মান, পানি লিয়ার অতিক্রম করা ১৮:৪১

غَاصَ [ن] <غوص ডুব দেওয়া, নিমজ্জিত হওয়া ২১:৮২

غَوَّاصٌ ام ডুবুরী, ডুবারু ৩৮:৩৭

غَائِطٌ جل غِيْطَانٌ، أَغْوَاطٌ <غوط পায়খানা, পেশাবখানা, টয়লেট ৪:৪৩

غَوْلٌ مص <غول মাতলামি, মাতালতা, নেশা, মাথা ব্যথা ৩৭:৪৭

غَوَى [ض] <غوي পথচ্যুত হওয়া, পথভ্রান্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, ভ্রষ্ট হওয়া, গোমরাহ হওয়া, বিপথগামী হওয়া ২০:১২১

أَغْوَي পথচ্যুত করা, পথভ্রান্ত করা, বিভ্রান্ত করা, ভ্রষ্ট করা, গোমরাহ করা, বিপথগামী করা ২৮:৬৩

غَيٌّ গঈ: জাহান্নামের নাম, গোমরাহি, ভ্রান্তি, বিপথ, ভ্রান্ততা, শাস্তি, ধ্বংসা, দুর্ভাগ্য ২:২৫৬

غَوِيٌّ، غَاوِيٌ গোমরাহ, পথচ্যুত, পথভ্রান্ত, বিভ্রান্ত, ভ্রষ্ট, বিপথগামী, মূর্তিপূঁজক ২৮:১৮

اغْتَابَ <غيب গীবত করা, পরনিন্দা করা, অপরের দোষচর্চা করা, কুৎসা রটানো ৪৯:১২

غَيْبٌ ج غُيُوبٌ গায়েব, অদৃশ্য, অন্তরাল, গুপ্ত, লুকায়িত, অন্তর্দৃষ্টি, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়বহির্ভূত বিষয়, মনশ্চক্ষুবহির্ভূত বিষয়, পরোক্ষ ২:৩

بِالْغَيْبِ গায়েব সম্পর্কে, অদৃশ্য বিষয়ে, অদৃশ্যভাবে, অলক্ষ্যে, অগোচরে, আড়ালে, অলক্ষিতভাবে, না দেখে, গোপনে, অন্তঃস্থল থেকে, মন দ্বারা, হৃদয় দ্বারা, আন্তরিকভাবে ২:৩

غَائِبٌ مث غَائِبَةٌ অদৃশ্যমান, অদৃশ্য, অনুপস্থিত, দৃষ্টিবহির্ভূত, দৃষ্টির আড়াল ২৭:২০

غَيَابَةٌ جل غَيَابَاتٌ অদৃশ্যতা, তলদেশ, গভীর গর্ত, অন্ধকূপ ১২:১০

غَيَّرَ <غير পরিবর্তন করা, বিবর্তন ঘটানো, বদল করা, রূপান্তর করা, ১৩:১১

تَغَيَّرَ পরিবর্তন হওয়া, বিবর্তন ঘটা, বদল হওয়া, ভিন্নরূপ হওয়া, অন্নরূপ হওয়া, রূপান্তরিত হওয়া, নষ্ট হওয়া ৪৭:১৫

مُغَيِّرٌ পরিবর্তনকারী, বিবর্তনকারী, পরিবর্তক, রূপান্তরকারক ৮:৫৩

الْمُغِيرَات আক্রমণকারী অশ্ব, অপহরণকারিণী ১০০:৩

غَيْر ব্যতীত, ছাড়া, বহির্ভূত, তবে, অ, বে, হীন, বিহীন, নয়, অন্য, ভিন্ন, তবে, কিন্তু ১:৭

غَاضَ [ض] <غيض কম করা, হ্রাস করা, কমানো ১৩:৭

غِيضَ কম হওয়া, পানি শুকিয়ে যাওয়া ১১:৪৪

غَاظَ [ض] <غيظ রাগান্বিত করা, চটানো, রোষান্বিত করা, ক্রোধান্বিত করা, রুষ্ট করা, ক্রোধযুক্ত করা, রাগানো, রগচটানো, অন্তর্জ্বালা সৃষ্টি করা, রাগান্বিত হওয়ার সুযোগ সৃষ্টি করা, ৯:১২০

غَيْظٌ مص রাগ, রোষ, ক্রোধ, মনস্তাপ, অন্তর্জ্বালা, আক্রোশ ৩:১১৯

غَائِظٌ ক্রোধোদ্দীপক, ক্রোধোদ্রেককর, ক্রোধের উদ্রেককারী ২৬:৫৫

تَغَيُّظٌ রাগান্বিত হওয়া, রুখে ওঠা, রেগে সশব্দে ফুসে ওঠা, দাঁতে দাঁত কষা, দাঁত খিঁচিয়ে, সরোষে, আক্রোষে ২৫:১২