عَضُدٌ جل أَعْضَادٌ <عضد বাহু, বাহুবল, শক্তি, সাহায্যকারী ১৮:৫১

عَضَّ [س] <عضض কামড়ানো, দাঁতে কাটা, ছোবল মারা, দংশন করা ৩:১১৯

عَضَلَ [ن] <عضل বাধা দেওয়া, বারণ করা, কঠোরতা করা ২:২৩২

عِضِينَ و عِضَةٌ <عضو টুকরা টুকরা, মিথ্যা, মিথ্যাপন্ন ১৫:৯১

عِطْفٌ جل أَعْطَافٌ <عطف পার্শ্ব, কাঁধ, ঘাড়, গ্রীবা ২২:৯

عَطَّلَ <عطل অবকাশ দেওয়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, ছুটি দেওয়া ৮১:৪

مُعَطَّلَةٌ অবকাশযোগ্য, বর্জনীয়, অকেজো, পরিত্যক্ত, নষ্ট ২২:৪৫

أَعْطَى <عطو দেওয়া, অর্পণ করা, প্রদান করা, দান করা ২০:৫০

تَعَاطَى নেওয়া, করায়ত্ব করা, ধরা, ধরে ফেলা, পেয়ে যাওয়া, নাগালে আনা ৫৪:২৯

عَطَاءٌ جل أَعْطِيَةٌ দান, উপঢৌকন, বখশিশ, হাদিয়া ১৭:২০

عَظَّمَ <عظم সম্মান করা, মর্যাদা দেওয়া, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, ভক্তি করা, বড় মনে করা, বড় মানা, বিশালতা দেওয়া ২২:৩০

أَعْظَمَ বড় করা, বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া ৬৫:৫

عَظِيمٌ جل عِظَامٌ، عُظَمَاءُ আজিম: আল্লাহর নাম, বড়, সুমহান, সম্মানিত, শ্রেষ্ঠ, বিরাট, বিশাল, গুরুত্বপূর্ণ, অতিরিক্ত, সাংঘাতিক, ভয়ঙ্কর, ভয়াবহ ২:২৫৫

أَعْظَمُ অধিক সম্মানিত, মহত্তম, সুমহান, বিশালতম, বৃহত্তর, বৃহত্তম ৯:২০

عَظْمٌ ج عِظَامٌ হাড়, হাড্ডি, অস্থি, হাড্ডিসার, কঙ্কাল ২৩:১৪

عِفْرِيتٌ جل عَفَارِيْتُ <عفرت দুর্দান্ত শক্তিশালী জিন, দানব জিন ২৭:৩৯

اسْتَعَفَّ <عفف সংযমী থাকা, সংযম অবলম্বন করা, পবিত্র থাকা, পাপমুক্ত থাকা, বিরত থাকা ৪:৬

التَّعَفُّفُ সংযমী থাকা, না চাওয়া, হাত না পাতা, যাচনা না করা, অযাচন, তুষ্ট থাকা, ভিক্ষা না করা ২:২৭৩

عَفَا [ن] <عفو ক্ষমা করা, মাফ করা, মার্জনা করা, ভুল মনে করা, অতিরঞ্জিত মনে করা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া ৩:১৫৫

الْعَفْوُ অতিরিক্ত, প্রয়োজনাতীত সস্পদ ২:২১৯

عَفُوٌّ، الْعَافِي ক্ষমাকারী, মার্জনাকারী, মাফকারী ২২:৬০

عَقَّبَ <عقب পিছন ফেরা, ফিরে চাওয়া ২৭:১০

عَاقَبَ শাস্তি দেওয়া, বদলা নেওয়া, প্রতিশোধ গ্রহণ করা ২২:৬০

أَعْقَبَ পশ্চাদ্বর্তী করা, পরিণতিতে দেওয়া ৯:৭৭

عُقْبٌ، عُقْبَى শুভপরিণতি, প্রতিদান, বিনিময়, পরকাল, আখেরাত ১৮:৪৪

عَقِبٌ ج أَعْقَابٌ পশ্চাৎ, পিছন, পায়ের গোড়ালি, বংশধর ৩:১৪৪

عِقَابٌ مص শাস্তি, পরিণাম, প্রতিশোধ, আজাব ৫:২

عَقَبَةٌ جل عُقَبٌ ঘাটি, পার্বত্যঘাটি, প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড ৯০:১১

عَاقِبَةٌ مص পরিণাম, পরিণতি, পরকাল, পরকালীন কল্যাণ, শুভপরিণাম, কুপরিণতি ১১:৪৯

مُعَقِّبٌ পশ্চাদক্ষেপক, পশ্চাদপ্রসরণকারী, প্রতিরোধকারী, নিবারণকারী, চৌকিদার ১৩:৪১

مُعَقِّبَاتٌ একে একে অবতরণকারী ফেরেশতা ১৩:১১

يَعْقُوبُ ইয়াকুব ইবন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১৩২

عَقَدَ [ض]، عَقَّدَ <عقد পণ করা, মজবুত করা, সুদৃঢ় করা, বাঁধা, বন্ধন করা ৪:৩৩

عُقْدَةٌ ج عُقَدٌ বন্ধন, গিরা, চুক্তি, পণ, বাকজড়তা ২০:২৭

عُقُودٌ و عَقْدٌ চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, পণ ৫:১

عَقَرَ [ض] <عقر পা কেটে হত্যা করা, হত্যা করা, কর্তন করা, উট জবাই করা ৭:৭৭

عَاقِرٌ جل عَوَاقِرُ বন্ধ্যা, বাঁজা, নাড়ীকাটা, গর্ভনাড়ী কর্তিত ১৯:৫

عَقَلَ [ض] <عقل বুঝতে পারা, জ্ঞান রাখা, অনুভব করা, বুঝা, জ্ঞাত হওয়া, সমঝদার হওয়া, বোধসম্পন্ন হওয়া, বিবেক খাটানো ২:৭৫

عَقِيمٌ جل عِقَامٌ، عُقْمٌ <عقم বন্ধ্যা, বাঁজা, বংশনাশী, বংশবিধ্বংসী, নির্বংশক, অশুভ, ধ্বংসকারী, প্রলয়ঙ্করী, অফলা, ফলহীন, অফলা, পরাগায়ণের অযোগ্য ২২:৫৫

عَكَفَ [ن] <عكف অবস্থান করা, জমে বসা, নিবেদন করা ৭:১৩৮

عَاكِفٌ অবস্থানকারী, বাসকারী, স্থানীয়, মসজিদে অবস্থানকারী, ইতিকাফকারী, উপাসনাকারী ২০:৯১

مَعْكُوفٌ অবস্থিত, আটকানো, বাধাপ্রাপ্ত ৪৮:২৫

عَلَقَةٌ ج عَلَقٌ <علق ঝুলন্ত রক্তপিণ্ড, জরায়ুতে জমাটবদ্ধ রক্তপিণ্ড, মজবুতভাবে এঁটে থাকা রক্ত ৯৬:২

مُعَلَّقَةٌ ঝুলন্ত, ঝুলানো, দোদুল্যমান ৪:১২৯

عَلِمَ [س]، عِلْمًا، تَعَلَّمَ <علم জানা, শিখা, শিক্ষা করা, জ্ঞাত হওয়া, সজ্ঞান থাকা, জ্ঞানশীল থাকা, বিদগ্ধ থাকা, অবগত হওয়া, অবহিত হওয়া, জ্ঞানার্জন করা ২:১০২

عَلَّمَ শিখানো, শিক্ষা দেওয়া, জ্ঞাপন করা, অবহিত করা ২:৩১

عَالِمٌ ج عُلَمَاءٌ আলিম, বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞানী, পণ্ডিত, বিশারদ ৬:৭৩

مَعْلُومٌ জানা, জ্ঞাত, বিদিত, নির্ধারিত, তত্ত্ব, তথ্য ১৫:৪

مُعَلَّمٌ শিক্ষিত, প্রশিক্ষিত, শিক্ষাপ্রাপ্ত, শিখানো ৪৪:১৪

أَعْلَمُ অধিক জ্ঞানী, বেশি জ্ঞানী, অতিবিদ্বান, প্রচুর জ্ঞানী ৬:১১৭

عَلِيمٌ ص আলিম: আল্লাহর নাম, মহাজ্ঞানী, জ্ঞানবিদগ্ধ, বিজ্ঞানী, অতিবিদ্বান, সর্বজ্ঞ, সবজান্তা ২:২৯

عَلاَّمٌ ص মহাজ্ঞানী, সর্বজ্ঞ ৫:১০৯

عِلْمٌ جل عُلُوْمٌ জ্ঞান, বিদ্যা, তথ্য, বিজ্ঞান ২:১২০