صَفْوَانٌ اج মসৃণ পাথর, পরিষ্কার বড় পাথর, নির্মলপ্রস্তর ২:২৬৪

الصَّفَا সাফা: মক্কার কঙ্করময় প্রসিদ্ধ পাহাড় ২:১৫৮

صَكَّتْ [ن] <صكك চপেটাঘাত করা, থাপ্পড় মারা, কপাল চাপড়ানো ৫১:২৯

صَلَبَ [ن، ض]، أُصَلِّبُ <صلب ক্রুশবিদ্ধ করা, শূলে চড়ানো ১২:৪১

صُلْبٌ ج أَصْلاَبٌ মেরুদণ্ড, শিরদাঁড়া, ঔরস, পিঠ ৮৬:৭

صَلَحَ [ن، ف] <صلح সৎ হওয়া, সৎকর্মশীল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, সংশোধিত হওয়া ১৩:২৩

أَصْلَحَ، إِصْلاَحًا সংশোধন করা, সংশোধন আনা, আত্মশোধন করা, শুদ্ধি করা, সংস্কার করা, নিষ্পত্তি করা, সন্ধি করা, শান্তিচুক্তি করা, আপোষ করা, মীমাংসা করা, প্রজনযোগ্য করা, প্রজননক্ষম বানানো ২১:৯০

صُلْحٌ اج সংশোধন, শুদ্ধি, সংস্কার, নিষ্পত্তি, সন্ধি, শান্তিচুক্তি, আপোষ, মীমাংসা ৪:১২৮

صَالِحٌ সালেহ আলাইহিস সালাম ১১:৬২

صَالِحٌ مث صَالِحَةٌ সৎ, নেককার, সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, ধার্মিক, ভালো, ভালোকাজ, সৎকাজ, উপযুক্ত, যোগ্য ২:২৫

مُصْلِحٌ সংস্কারক, শুদ্ধিকারী, কল্যাণকারী, সৎকর্মশীল ২:২২০

صَلْدٌ جل أَصْلَادٌ <صلد মসৃণ পাথর, পরিষ্কার পাথর, নির্মলপ্রস্তর ২:২৬৪

صَلْصَالٍ <صلصل শুকনা কাদামাটি, ঠনঠনে কাদা, শুষ্ক ঠনঠনে কাদামাটি, শুষ্কপঙ্ক ১৫:২৬

صَلَّى <صلو নামাজ পড়া, সালাত আদায় করা, প্রার্থনা করা, দুয়া করা, দুরুদ পড়া, মাগফেরাত কামনা করা, রহম করা, রহমত বর্ষণ করা ৩:৩

صَلاَةٌ ج صَلَوَاتٌ নামাজ, সালাত, প্রার্থনা, দুয়া, দুরুদ, মাগফেরাত কামনা, রহম, রহমত বর্ষণ, নামাজঘর, মসজিদ, গির্জা, খ্রীষ্টানদের উপাসনালয়, সিন্যাগগ, ইহুদিদের উপাসনালয় ২২:৪০

الْمُصَلِّي নামাজি, মুসল্লি, নামাজ আদায়কারী ৭০:২২

مُصَلًّى নামাজের স্থান, জায়নামাজ, মুসল্লা ২:১২৫

صَلِيَ [س]، صِلِيًّا <صليআগুনে প্রবেশ করা, দগ্ধ হওয়া, পোড়া ১৯:৭০

أَصْلَى، صَلَّى، تَصْلِيَةٌ আগুনে প্রবেশ করানো, অগ্নিদগ্ধ করা, আগুনে নিক্ষেপ করা, পোড়ানো ৪:৩০

اصْطَلَى আগুন তাপানো, তপ্ত হওয়া, উত্তাপ নেওয়া, উষ্ণতা নেওয়া ২৭:৭

صَالِ অগ্নিতে প্রবেশকারী, অগ্নিদগ্ধ, দগ্ধিভূত ৩৭:১৬৩

صَامِتٌ <صمت নিরব, চুপকারী, চুপচাপ, নিশ্চুপ ৭:১৯৩

الصَّمَدُ <صمد অমুখাপেক্ষী, সকলে যার মুখাপেক্ষী, শাশ্বত ১১২:২

صَوَامِعُ و صَوْمِعَةٌ <صمع গির্জা, চার্চ, খৃষ্টাশ্রম, পাদ্রীচার্চ, বিশপাশ্রম, মন্দির ২২:৪০

صَمَّ [س] <صمم বধির হওয়া, কালা হওয়া, শ্রুতিহীন হওয়া, শ্রবণশক্তিহীন হওয়া ৫:৭১

أَصَمَّ বধির বানানো, কালা বানানো, শ্রবণশক্তি নষ্ট করা ৪৭:২৩

أَصَمُّ ج صُمٌّ বধির, কালা, বয়রা, ঠসা ১১:২৪

صَنَعَ [ف] <صنع করা, কাজ করা, গড়া, নির্মাণ করা, তৈরি করা, বানানো, শিল্পকর্ম করা, প্রতিপালন করা ৫:১৪

اصْطَنَعَ পছন্দমতো গড়া, মনোনীত করা, পছন্দ করা ২০:৪১

صُنْعٌ، صَنْعَةٌ নির্মাণ, শিল্প, কারিগরি, দক্ষতা ১৮:১০৪

مَصَانِعُ و مَصْنَعٌ কারখানা, কর্মশালা, নির্মিত, সুরক্ষিত দূর্গ, দুর্ভেদ্য দূর্গ ২৬:১২৯

أَصْنَامٌ و صَنَمٌ <صنم মূর্তি, প্রতিমা, দেবদেবী ৬:৭৪

صِنْوَانٌ و صِنْوٌ <صنو দুই শাখাবিশিষ্ট বৃক্ষ, যমজবৃক্ষ, সমকক্ষ ১৩:৪

أَصَابَ <صوب স্পর্শ করা, লক্ষ্যস্থলে পৌঁছা, পৌঁছা, আঘাত হানা, আক্রান্ত করা, বিপদ আসা, পাওয়া, অর্জন করা, পেয়ে বসা, ভাগ্যে জোটা, লাভ করা, পতিত হওয়া, আপতিত হওয়া ১১:৮১

مُصِيبٌ، مُصِيبَةٌ স্পর্শকারী, আক্রান্তকারী, মুসিবত, আপতনশীল বিপদ, দুর্ঘটনা ১১:৮১

صَوَابٌ সঠিক, সত্য, নির্ভুল, বাস্তবতা ৭৮:৩৮

صَيِّبٌ কালিমাখা মেঘ, বৃষ্টিমুখর মেঘ, প্রবলবর্ষণ ২:১৯

صَوْتٌ ج أَصْوَاتٌ <صوت আওয়াজ, স্বর, কণ্ঠ, শব্দ, কণ্ঠস্বর ৩১:১৯

صَارَ [ن] <صور পোষ মানানো, বশীভুত করা, বশ মানানো ২:২৬০

صَوَّرَ আকৃতি প্রদান করা, রূপ দেওয়া, রূপায়ণ করা, গঠন দেওয়া, চিত্রায়ণ করা, সুগঠিত করা, কল্পনা করা ৩:৬

صُورَةٌ ج صُوَرٌ আকার, আকৃতি, গঠন, সুরত, কায়া, রূপ ৮২:৮

الْمُصَوِّرُ আকৃতিদাতা, রূপকার, চিত্রকর, গঠনকারী, শিল্পী ৫৯:২৪

الصُّوْرُ শিঙ, শিঙা, শিঙ্গা, শঙ্খ, ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি ৬:৭৩

صُوَاعٌ جل صِيْعَانٌ <صوع পেয়ালা, গ্লাস, পানপাত্র ১২:৭২

أَصْوَافٌ و صُوْفٌ <صوف পশম, লোম, রোম ১৬:৮০

صَامَ [ن]، صَوْمًا، صِيَامًا <صوم রোজা রাখা, সিয়াম সাধনা করা ১৯:২৬

الصَّائِمُ রোজাদার, সাঈম ৩৩:৩৫

صَهَرَ [ف] <صهر গলানো, বিগলিত করা, দগ্ধ করা ২২:২০

صِهْرٌ جل أَصْهَارٌ বিবাহসূত্রের আত্মীয়, শ্বশুরকুলের আত্মীয়, বৈবাহিক সম্পর্ক ২৫:৫৪