حَشَرَ [ن]، حَشْرٌ <حشر একত্র করা, সমাবেত করা, জমা করা, জড়ো করা, সমাবেশ ঘটানো, হাশর করা, সম্মেলিত করা ৫৯:২

حَاشِرٌ সমবেতকারী, একীভূতকারী, সম্মেলক, সংগ্রাহক ৭:১১১

مَحْشُورَةً সমবেত, দলবদ্ধ, সঙ্ঘবদ্ধ, একত্র, একীভূত ৩৮:১৯

حَصَبٌ <حصب ইন্ধন, জ্বালানি, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ২১:৯৮

حَاصِبًا পাথরবৃষ্টি, শিলামেঘ, বজ্রসহ বৃষ্টি, প্রস্তরবর্ষী ঝটিকাবায়ু, বরফ ও শীলা বর্ষণকারী মেঘমালা ১৭:৬৮

حَصْحَصَ <حصحص প্রকাশিত হওয়া, প্রমাণ হওয়া ১২:৫১

حَصَدَ [ن، ض]، حَصَادٌ <حصد ফসল কাটা, শস্য কাটা, কাটা, কর্তন করা ১২:৪৭

حَصِيدٌ ص কর্তিত, কর্তনীয়, কর্তনযোগ্য, কর্তিত ফসল, কাটা ফসল, কেটে আনার উপযুক্ত, আহরণযোগ্য ফসল, শস্যকর্তিত জমিন ১১:১০০

حَصِرَ [س] <حصر আবদ্ধ হওয়া, সংযমী হওয়া, অবদমিত হওয়া, নিবৃত্ত হওয়া, বন্দি করা, আবদ্ধ করা, নিবৃত্ত করা ৯:৫

أَحْصَرَ আবদ্ধ করা, বাধাপ্রাপ্ত করা, আটকা পড়া ২:১৯৬

حَصُورٌ সংযমী, নিয়ন্ত্রক, আত্মনিয়ন্ত্রক, শান্তস¦ভাব, আত্মদমনকারী ৩:৩৯

حَصِيرٌ দমনকেন্দ্র, কারাগার, বন্দিশালা, জেলখানা ১৭:৮

حَصَّلَ <حصل প্রকাশ করা, একত্র করা, খোসামুক্ত করে একত্র করা ১০০:১০

أَحْصَنَ <حصن রক্ষা করা, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করা, আত্মসংবরণ করা, বিবাহ দেওয়া ৪:২৫

تَحَصُّنًا লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করা, ইজ্জত বাঁচানো, সম্ভ্রম বাঁচানো, লজ্জাস্থানের যথাযথ সংরক্ষণ ২৪:৩৩

مُحْصِنٌ বিবাহকামী, পাণিপ্রার্থী, বিবাহার্থী, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা কারী, বিবাহকল্পে ৪:২৪

مُحْصَنَةٌ লজ্জাস্থানের পবিত্রতা রক্ষাকারী, পতিব্রতা, পতিপরায়ণা, পবিত্রা, বিশুদ্ধচরিত্রা ৪:২৫

مُحَصَّنَةٍ সুরক্ষিত, দুর্ভেদ্য ৫৯:২

حُصُونٌ و حِصْنٌ কেল্লা, দূর্গ, সুরক্ষিত কেল্লা, দুর্ভেদ্যদূর্গ, রক্ষীকেল্লা ৫৯:২

أَحْصَى <حصي পরিসংখ্যান করা, গণনা করা, হিসাব করা ১৮:৪৯

أَحْصَى অধিক হিসাবী, শ্রেষ্ঠ গানিতিক, সঠিক গণনাকারী, পরিসংখ্যানকারী ১৮:১২

حَضَرَ [ن] <حضر উপস্থিত হওয়া, বিদ্যমান হওয়া, হাজির হওয়া, সমাগম হওয়া, উপগত হওয়া, আবির্ভূত হওয়া, আসা, আসতে পারা, এসে পৌঁছা ৪:৮

أَحْضَرَ উপস্থাপিত করা, পেশ করা, উপনিত করা ৮১:১৪

حَاضِرٌ উপস্থিত, বিদ্যমান, উপস্থিতি, বাসিন্দা, অবস্থানকারী ১৮:৪৯

مُحْضَرٌ، مُحْتَضَرٌ হাজির, উপস্থাপিত, অবস্থাপিত, উপস্থিতির সময়, উপস্থিতযোগ্য, উপাগত ৩৭:৫৭

حَضَّ [ن] <حضض উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, প্রেরণা যোগানো, উৎসাহ দেওয়া ৬৯:৩৪

تَحَاضَّ পরস্পরে অনুপ্রাণিত করা ৮৯:১৮

حَطَبٌ جل أَحْطَابٌ <حطب ইন্ধন, জ্বালানি, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ১১১:৪

حِطَّةٌ <حطط লাঘব করা, পাপস্খলন করা, ক্ষমা করা, তওবা তওবা বলা ২:৫৮

حَطَمَ [ض] <حطم পিষে ফেলা, নিষ্পেষিত করা, পিষ্ট করা, গুঁড়িয়ে দেওয়া, চুরমার করা ২৭:১৮

حُطَامًا পিষ্ট, নিষ্পেষিত, ঝুরঝুরে, ঝুরিঝুরি, গুঁড়া, চূর্ণ, চূর্ণবিচূর্ণ ৩৯:২১

الْحُطَمَةُ পিষ্টকারী জাতাকল, চূর্ণকারক, ভস্মীভূতকারী অগ্নিময় জাহান্নাম, জাহান্নামের স্তর বিশেষ ১০৪:৪

مَحْظُورٌ <حظر সীমিত, সীমাবদ্ধ, নিষিদ্ধ, বাধাপ্রাপ্ত, নিবারিত, খোয়াড়াবদ্ধ, বেড়াবদ্ধ ১৭:২০

مُحْتَظِرٌ খোঁয়াড় নির্মাতা, খোঁয়াড়ের মালিক, খোঁয়াড় ৫৪:৩১

حَظٌّ جل حُظُوْظٌ <حظظ অংশ, ভাগ, প্রাপ্য, সৌভাগ্য, অদৃষ্ট ৪:১১

حَفَدَةً و حَافِدٌ <حفد নাতি, নাতিনাতনি, সেবক, পরিচারিকা ১৬:৭২

حُفْرَةٍ جل حُفَرٌ <حفر গর্ত, খাদ, কূপ, কুয়ো, গর্ভস্থান ৩:১০৩

الْحَافِرَةِ প্রথম সৃষ্টি, আদি সৃষ্টি, মূল সৃষ্টি, পূর্বাবস্থা ৭৯:১০

حَفِظَ [س]، حِفْظًا، حَافَظَ <حفظ রক্ষা করা, হেফাযত করা, সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, যত্ন নেওয়া, যত্নবান হওয়া, সামলে রাখা, সামলানো, সামাল দেওয়া ৪:৩৪

اسْتَحْفَظَ সংরক্ষণ কামনা করা, দেখাশোনার দায়িত্ব দেওয়া, রক্ষণাবেক্ষণের ভার দেওয়া, সংরক্ষণের প্রত্যাশা করা ৫:৪৪

حَفِيظٌ، حَافِظٌ ج حَفَظَةً রক্ষক, রক্ষাকারী, সংরক্ষক, সর্বরক্ষী, রক্ষণাবেক্ষণকারী, হাফিজ, মুহাফিজ ৬:৬১

مَحْفُوظٌ সংরক্ষিত, সুরক্ষিত, নিরাপদ, সযত্নে, সযতনে, হেফাজতে ২১:৩২

حَفَّ [ن] <حفف ঘিরে রাখা, পরিবেষ্টন করা, আবেষ্টন করা ১৮:৩২

حَافِّينَ পরিবেষ্টনকারী, প্রদক্ষিণকারী ২৯:৭৫

أَحْفَى <حفو নমনীয় বানানো, চাপ সৃষ্টি করা, চাপপ্রয়োগ করা, পীড়াপীড়ি করা ৪৭:৩৭

حَفِيٌّ ص উৎসুক, অনুসন্ধানী, শ্নেহশীল, সদয়, নমনীয়, মেহেরবান, দয়ালু ৭:১৮৭

حُقُبٌ ج أَحْقَابٌ <حقب দীর্ঘকাল, যুগযুগ, অনন্তকাল ১৮:৬০

أحْقَافٌ و حِقْفٌ <حقف বালুর টিলা, বালুকাময় সুউচ্চ উপত্যকা, বালুকাস্তীর্ণ বন্ধুর জনপদ ৪৬:২১