أنْفٌ جل آنَافٌ، أُنُوْفٌ <أنف নাক, নাসা, নাসিকা ৫:৪৫

آنِفًا এই মাত্র, এখনই, সবেমাত্র, নাকের ডগায় ৪৭:১৬

أنَامٌ اج <أنم সৃষ্টি, সৃষ্টিকুল, মাখলুক, সৃষ্টিজীব ৫৫:১০

أَنَّى <أني কীভাবে, কোত্থেকে, কিরূপে, কেমন করে, যেভাবে ২:২২৩; কোথায়, কখন

أَنَى [ض] সময় হওয়া, সময় আসা ৫৭:১৬

ألَمْ يَأنِ সময় কি আসেনি? সময় কি হয়নি? ৫৭:১৬

آنٍ، آنِيَةٌ উথলীয়মান গরম পানি, ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, টগবগে পানি, উচ্ছ্বসিত পানি ৫৫:৪৪

آنِيَةٌ و إِنَاءٌ পাত্র, বরতন, বাসন, তশতরি ৮৮:৫

آنَاءٌ و إِنَى সময়, বেলা, প্রহর ৩:১৩৩

إنَاهُ তার রান্না করা, তার পাকানো ৩৩:৫৩

أوْ অথবা, নতুবা, কিংবা, বা ২:১৯

أَوَّبَ <أوب প্রত্যাবর্তন করা, বারবার তাসবিহ পড়া, গুণকীর্তন করতে থাকা ৩৪:১০

إيَابٌ প্রত্যাবর্তন, ফিরে আসা ৮৮:২৫

أَوَّابٌ ج الأوابين ইবাদাতপ্রবণ, উপাসনানুরাগী, তাওবাকারী, প্রায়শ্চিত্তকারী, প্রত্যাবর্তনকারী ৩৮:১৯

مَآبٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান, আশ্রয়স্থল ৩:১৪

أيُّوب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

آدَ، يَؤُوْدُ <أود ক্লান্ত বানান, ক্লান্ত করা, অবসন্ন করা ২:২৫৫

تَأويل <أول ব্যাখ্যা, বিবরণ, বাস্তবায়ন ১২:১০০; পরিণাম, পরিণতি ৪:৫৯

آلٌ পরিবার, পরিজন, গোষ্ঠী, বংশ, সম্প্রদায়, উম্মত, দল, জাতি ২:৪৯

الأوَّلُ অনাদি, প্রথম, আউয়াল ৫৭:৩

الأوَّلون مث الأُوْلَى ج ইহকাল, পৃথিবী, প্রথম, প্রাচীন, পূর্ববর্তী, প্রথমা, পূর্ব ২৮:৭০

أُولُوْا، أُولات অধিকারী, মালিক, ওয়ালা, অভিভাবক ৬৫:৪

أُولاء، هؤُلاء এরা, এই সকল, এসব, এগুলো, এইতো এরা ৩:১১৯

أُولئِكَ তারা, ঐ সকল, ওসব, ওগুলো, যেগুলো ২:৫

أَوَّاهٌ <أوه মানবদরদি, বিশ্বপ্রেমী, কোমলহৃদয় ৯:১১৪

أوَى [ض] <أوي ঘর বাঁধা, আশ্রয় নেওয়া, আবাস বানানো, নিবাসী হওয়া ১৮:১০

آوَى আশ্রয় দেওয়া, আবাস দেওয়া, থাকতে দেওয়া ১২:১৯

المَأْوَى আশ্রয়স্থল, ঠিকানা, নিবাস, বাসস্থান ৩২:১৯

أَهْلٌ ج أهلون <أهل পরিবার, পরিজন, সন্তান-সন্ততি, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, বংশ ৫:১৯; বাসিন্দা, অধিবাসী ৭:৯; অধিকারী, মালিক, প্রাপক, ওয়ালা, যোগ্য, উপযুক্ত ৪:৫৮; অভিভাবক ৪:২৫

إِيْ হাঁ, অবশ্যই, কসম, শপথ ১০:৫৩

آيَةٌ ج آيَات <أيء আয়াত, কুরআনের অংশ বিশেষ, চিহ্ন, নিদর্শন, উপদেশ ২:২৪৮

أَيُّوب <أيب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

أَيَّدَ <أيد শক্তি যোগানো, শক্তিশালী করা, মদদ দেওয়া, সাহায্য করা ৮:৬২

أَيْدٌ শক্তি, বল, সাহায্য ৫১:৪৭

ذَا الأَيْدِ শক্তিমান, বলিষ্ঠ, শক্তিশালী, শক্তিধর, বলবিক্রম ৩৮:১৭

الأيْكَة <أيك আইকা: বন, জঙ্গল, কান্তার, গহীনবন, আইকা বন ৩৮:১৩

أصْحاب الأيكة আইকার অধিবাসী, বনবাসী, বনের অধিবাসী ৩৮:১৩

أيَامَى و أَيِّمٌ <أيم অবিবাহিত, বিয়েশুন্য, বিবাহযোগ্য, বিবাহমুক্ত, বিবাহহীন, যার বিবাহ বর্তমান নেই, বিবাহার্হ ব্যক্তি ২৪:৩২

الآنَ <أين এখন, মাত্র, কেবল ২:৭১

أَيَّانَ কখন, কবে, কোন সময় ৭:১৮৭

أَيْنَ কোথায়, কোনখানে, কই ৬:২২

أَيْنَمَا যেখানেই, যেখানে-সেখানে, যথাতথা, যত্রতত্র ২:১১৫

أَيٌّ কেউ, কোন, কোনটি, কী, কেন ৬:১৯

أَيًّا، أَيَّمَا যে কোন, কোনটি, যে কোন একটি ১৭:১১০

أَيُّهَ، أَيَّهَا، أَيَّتُهَا হে, জনাব, এই ২৪:৩১

إيَّا ই, যেমন إيَّاكَ তোমাকেই ১:৫

كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু, ঢের ঢের, প্রচুর, কতিপয়, কয়েক ৬৫:৮