শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ ভূমিকা শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান ১ টি

بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين

সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তা‘আলার জন্য। নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরূদ, সালাম ও বরকত বর্ষিত হোক, তার পরিবারবর্গ ও ছাহাবীগণের উপরও শান্তি বর্ষিত হোক।

শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ তার ‘মাসাইলুল জাহিলিয়্যাহ’ নামীয় পুস্তিকার ভূমিকায় বলেন, ‘এ মাস‘আলাগুলোতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিল (অজ্ঞ) আহলে কিতাব ও উম্মি (নিরক্ষর) লোকদের বিরোধিতা করেছেন। সুতরাং এসব বিষয়ে কোন মুসলিম অজ্ঞ থাকতে পারে না।

মন্দের বিপরীত বিষয় দ্বারা ভালোটা প্রকাশ পায় এবং বিপরীতমুখী বিষয় দ্বারা বিভিন্ন বিষয় স্পষ্ট হয়।