নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.) ১ টি

وكان ﷺ يقرأ أحيانا في الأولى (سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى) وفي الأخرى : (هَلْ أَتَاكَ) وأحيانا يقرأ فيهما (ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) و (اقْتَرَبَتِ السَّاعَةُ)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো ঈদের ছালাতের প্রথম রাকাআতে “সাব্বিহিসমা রাবিবকাল আ'লা” পড়তেন এবং দ্বিতীয় রাকাআতে “হাল আতাকা” পড়তেন।[1]

আবার কখনো দুই রাকাআতে “ক্বা-ফ ওয়াল কুরআনিল মাজীদ” (৫০ : ৪৫) ও “ইকতারাবাতিস সা’আহ” (৫৪ : ৫৫) পড়তেন।[2]


[1] মুসলিম ও আবু দাউদ।

[2] মুসলিম ও আবু দাউদ।