নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.) ১ টি
الصلاة تجاه القبر কবরের দিকে ছলাত (এর বিধান)

তিনি কবরের দিকে মুখ করে ছলতে পড়তে নিষেধ করতেন। তিনি বলতেনঃ

لا تُصَلُّوا إِلَى الْقُبُورِ وَلا تَجْلِسُوا عَلَيْهَا

অর্থঃ তোমরা কবরের দিকে মুখ করে ছলাত পড়বে না এবং তার উপর বসবেও না।[1]

[1] মুসলিম, আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৯৫/২), আরো দেখুন আমার স্বরচিত “কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা সম্পর্কে সাবধানবানী” ও “আহকামুল জানাইয ওয়া বিদাউহা” গ্রন্থদ্বয়।