প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা ইহরাম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম ১ টি
৪২- উমরা ও হজ্জের ক্ষেত্রে কি শব্দ বা বাক্য উচ্চারণ করতে হয়?

ক) উমরার সময় বলবেন-

لَبَّيْكَ عُمْرَةً অথবা বলবেন, اَللَّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً

(খ) হজ্জের সময়ঃ

لَبَّيْكَ حَجًّا অথবা বলবেন, اَللَّهُمَّ لَبَّيْكَ حَجًّا ।

(গ) উমরা ও হজ্জ একত্রে করলে

বলবেন- لَبَّيْكَ حَجًّا وَعُمْرَةً।

(ঘ) বদলী হজ্জের সময় ‘লাববইকা ...’ পক্ষ থেকে। لَبَّيْكَ عَنْ (فلان)

যারা প্রথমে উমরা করবেন এবং ৮ই যিলহজ্জ তারিখে হজ্জ করবেন তারা মীকাত থেকে শুধুমাত্র উমরার নিয়ত করবেন। উমরা ও হজ্জের নিয়ত একত্রে করবেন না।