মানহাজ (আল-আজবিবাতুল মুফীদাহ) ভূমিকা শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান ১ টি
এই পুস্তিকার ৩য় সংস্করণ প্রকাশের ব্যাপারে শায়খের অনুমতি

সকল প্রশংসা আল্লাহর জন্য। অতঃপর আমি শায়েখ জামাল ইবনে ফুরাইহান আল হারিসীকে ‘আল আজউইবাতুল মুফীদাহ আন আসইলাতিল মানাহিজিল জাদীদাহ’ বইটি পুনঃমুদ্রণের অনুমতি প্রদান করলাম। এ বইটি মূলতঃ বিভিন্ন শ্রেণিতে ছাত্রদের প্রশ্নের সমাধানে আমার প্রদেয় জবাবের সংকলন।
আমি তার অপূর্ব সংযোজন ও টীকা টিপ্পনীসহ পুনঃপ্রকাশের অনুমতি প্রদান করেছি।
আল্লাহ তা‘আলা সবাইকে সত্য জেনে তদনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আল্লাহর রহমত ও শান্তিধারা বর্ষিত হোক আমাদের নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার পরিবারবর্গ ও ছাহাবীগণের উপর।

ড. সলিহ ইবনে ফাওযান ইবনে আব্দুল্লাহ আল ফাওযান
২৩ জিলহজব ১৪২৩ হিজরী