اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي

উচ্চারণঃ-আল্লা-হুম্মা কামা হাস্‌সান্‌তা খাল্‌কী ফাহাস্‌সিন খুলুক্বী।

অর্থঃ হে আল্লাহ! তুমি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছ, তেমনি আমার চরিত্রকেও সুন্দর কর। (আহমাদ, সঃ জামে ১৩০৭নং)।

প্রকাশ যে, আয়নায় মুখ দেখার সময় উক্ত দুআটি পড়ার ব্যাপারে হাদীস সহীহ নয়। (ইরওয়াউল গালীল ১/১১৫)