কা’বার প্রতি সম্মুখ করে পড়বেঃ

الله اكبر (আল্লাহু আকবার) ৩ বার। অতঃপর ফরয নামাযের পর পঠনীয়’ ১০নং যিকর। অতঃপর নিম্নের দুআঃ

لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده

উচ্চারণঃ- লা ইলা-হা ইল্লাল্লা-হু অহদাহু (লা শারীকা লাহ), আনজাযা অ’দাহ, অ নাসারা আল্লাহ, অহাযামাল আহযা-বা অহদাহ।

অর্থঃ আল্লাহু ব্যতীত কোন সত্য উপাস্য নেই। তিনি একক, (তার কোন অংশী নেই।) তিনি নিজের অঙ্গীকার পূরণ করেছেন। তাঁর দাসকে সাহায্য করেছেন এবং তিনি একাই দলসমূহকে পরাস্ত করেছেন। এগুলি ৩ বার করে পাঠ সহ মুনাজাত করবে। (মুসলিম ২/৮৮৮)