’আলী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَبْحِ ذوَاتِ الدَّرِّ

‘‘রাসূল (সা.) দুধেল কোন পশু যবাই করতে নিষেধ করেছেন’’।[1]

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল (সা.) জনৈক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হলে তিনি একটি ছুরি হাতে নিয়ে রাসূল (সা.) এর জন্য একটি ছাগল যবাই করতে উদ্যত হলে তিনি তাঁকে বললেন:

إِيَّاكَ وَالْـحَلُوبَ

‘‘সাবধান! কোন দুধেল পশু যবাই করো না’’। [2]

>
[1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৬৮৮৪)

[2] (ইবনু মাজাহ্, হাদীস ৩২৪০)