৩১০. হজ্জরত অবস্থায় কোন ধরনের যৌনাচার, গুনাহ্’র কাজ কিংবা ঝগড়া-ঝামেলায় লিপ্ত হওয়া

আল্লাহ্ তা’আলা বলেন:

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

‘‘হজ্জের মাসগুলো নির্ধারিত। অতএব কেউ যদি এ মাসগুলোতে হজ্জ করার দৃঢ় সংকল্প করে তা হলে সে যেন হজ্জকালীন সময়ে কোন ধরনের যৌনাচার, শরীয়ত বিরোধী কর্মকান্ড কিংবা ঝগড়া-ঝামেলায় লিপ্ত না হয়’’। (বাক্বারাহ্ : ১৯৭)