৩০২. যে বৈঠকে কোর’আন, সুন্নাহ্ তথা শরীয়তকে অস্বীকার কিংবা তা নিয়ে ঠাট্টা করা হয় এমন বৈঠকে বসা

আল্লাহ্ তা’আলা বলেন:

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا

‘‘নিশ্চয়ই তিনি নিজ কিতাবে তোমাদের উপর এ নির্দেশ নাযিল করেছেন যে, যখন তোমরা কোথাও আল্লাহ্ তা’আলার আয়াত সমূহের প্রতি অবিশ্বাস কিংবা উপহাস শুনতে পাও তখন তোমরা সেখানে তাদের সাথে বসো না যতক্ষণ না তারা এ কথা ছাড়া অন্য কথা আলোচনা করে। অন্যথা তোমরাও তাদের মতো বলে গণ্য হবে। আর আল্লাহ্ তা’আলা কাফির ও মুনাফিকদের সকলকেই জাহান্নামে একত্রিত করবেন’’। (নিসা’ : ১৪০)