২৮২. সবাইকে চুপ করিয়ে দিয়ে নিজে কথা বলার চেষ্টা করা

মূলতঃ নিয়ম হচ্ছে, আপনি অন্যদের কথা শেষ হওয়ার অপেক্ষা করবেন। অতঃপর তারা চুপ করলে আপনি আপনার কথা বলবেন।

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا قُلْتَ لِلنَّاسِ أَنْصِتُوا وَهُمْ يَتَكَلَّمُونَ فَقَدْ أَلْغَيْتَ عَلَى نَفْسِكَ

‘‘যখন তুমি অন্যদেরকে বললেঃ তোমরা চুপ করো ; অথচ তখনো তারা কথা বলছে তা হলে তুমি যেন নিজকে একটি অযথা কাজে ব্যস্ত করলে’’।[1]

>
[1] (আহমাদ্, হাদীস ৭৮৮৭, ৮২৩৫)