১৮৯. দিগ্বিদিক পাথর কিংবা ঢিল ছোঁড়া

আব্দুল্লাহ্ বিন্ মুগাফফাল মুযানী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى النَّبِيُّ  عَنِ الْـخَذْفِ ، وَقَالَ : إِنَّهُ لاَ يَقْتُلُ الصَّيْدَ وَلاَ يَنْكَأُ الْعَدُوَّ ، وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ وَيَكْسِرُ السِّنَّ

‘‘নবী (সা.) দিগ্বিদিক পাথর কিংবা ঢিল ছুঁড়তে নিষেধ করেছেন এবং তিনি বলেনঃ এতে না কোন শিকার মারা যায় ; না কোন শত্রু ঘায়েল হয়। বরং এতে হয়তো বা কারোর চোখ নষ্ট হয় অথবা কারোর দাঁত ভেঙ্গে যায়’’।[1]

[1] (বুখারী, হাদীস ৬৩২০ মুসলিম, হাদীস ১৯৫৪)