১৩৬. কোন কাফিরকে তার কোন নিকট আত্মীয় মুসলমানের ওয়ারিসি সম্পত্তি দেয়া কিংবা কোন মুসলমানের তার কোন নিকট আত্মীয় কাফিরের ওয়ারিসি সম্পত্তি নেয়া

উসামাহ্ বিন্ যায়েদ্ (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَرِثُ الْـمُسْلِمُ الْكَافِرَ ، وَلاَ الْكَافِرُ الْـمُسْلِمَ

‘‘কোন মুসলমান কোন কাফিরের ওয়ারিসি সম্পত্তি পাবে না। তেমনিভাবে কোন কাফিরও কোন মুসলমানের ওয়ারিসি সম্পত্তি পাবে না’’।[1]

আব্দুল্লাহ্ বিন্ ’আমর (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ شَتَّى

‘‘দু’ ভিন্ন ধর্মীয় মতাবলম্বী লোক একে অপরের মিরাস পাবে না’’।[2]

>
[1] (বুখারী, হাদীস ৬৭৬৪ মুসলিম, হাদীস ১৬১৪ আবু দাউদ, হাদীস ২৯০৯)

[2] (আবু দাউদ, হাদীস ২৯১১)