১১০. কাফির, মুশরিক কিংবা কোন মুনাফিককে এমন শব্দে ভূষিত করা যা মুসলমানদের উপর তার কোন ধরনের কর্তৃত্ব বুঝায়

বুরাইদাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَقُوْلُوْا لِلْمُنَافِقِ : سَيِّدٌ ؛ فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا ؛ فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ

‘‘তোমরা কোন মুনাফিককে ’’সাইয়েদ’’ তথা নেতা কিংবা অভিভাবক বলে আখ্যায়িত করো না। কারণ, সে যদি তোমাদের ’’সাইয়েদ’’ তথা নেতা কিংবা অভিভাবকই হয়ে যায় তা হলে তোমরা নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ্ তা’আলাকে অসন্তুষ্ট করলে’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৪৯৭৭)