৬৮. কোন মেহমানকে আপ্যায়ন করতে গিয়ে তার আপ্যায়নে নিজ সাধ্যাতিরিক্ত বাড়াবাড়ি করা

সালমান (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّكَلُّفِ لِلضَّيْفِ

‘‘রাসূল (সা.) মেহমানের মেহমানদারিতে (সাধ্যাতিরিক্ত) বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন’’।[1]

সাল্মান (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَتَكَلَّفَنَّ أَحَدٌ لِضَيْفِهِ مَا لاَ يَقْدِرُ عَلَيْهِ

‘‘কেউ যেন তার মেহমানের জন্য সাধ্যাতিরিক্ত বাড়াবাড়ি না করে’’।[2]

>
[1] (’হাকিম ৪/১২৩)

[2] (খতীব ১০/২০৫)